তদানিন্তন বৃটিশ শাসন আমলে এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী বাবু পৃথিশ চন্দ্র সেন অত্র উপজেলার নালী গ্রামে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। তখন বিদ্যালয়টি মধ্য ইংরেজী বিদ্যালয় হিসেবে পরিচিত ছিল। তার এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে এলাকার বিশিষ্ট ব্যক্তি বর্গের মধ্যস্থতায় সহজ যোগাযোগের স্থান হিসেবে বর্তমান স্থানে অর্থাৎ কলতা গ্রামে ১৯৩৮ সনে বিদ্যালয়টি স্থানান্তর করা হয়। পাকিস্তান শাসনামলে ১৯৫৪ সালে এটি জুনিয়র হাই স্কুল হিসেবে আত্নপ্রকাশ করে। বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ার পর এলাকাবাসীর মধ্যে শিক্ষার ব্যাপক প্রসারতা বৃদ্ধি পায়। ছাত্র-শিক্ষক-এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টার ফসল হিসেবে অসাধারন ফলাফলের জন্য বিদ্যালয়টি অল্প দিনেই সকলের নজর কাড়ে। ১৯৭০ ইং সালে অর্থাৎ স্বাধীনতার পূর্ববর্তী বৎসরে এটি উচ্চ বিদ্যালয় পর্যায়ে উন্নীত হয়। বর্তমানে বিদ্যালয়ে অধ্যয়নরত মোট ছাত্র /ছাত্রীর সংখ্যা ৮০৫ জন। বিদ্যালয়ের এম.পি.ও ভূক্ত শিক্ষকের সংখ্যা ১৩ জন, খন্ডকালীণ শিক্ষকের সংখ্যা ০৪ জন, ০১ জন অফিস সহকারী, ০১ জন অফিস পিওন, ০১ জন আয়া, ০১ জন নাইটগার্ড, ও ০১ জন ঝাড়ুদার সহ সর্বমোট ২২ জন অফিস ষ্টাফ কর্মরত আছে। কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ ও শিক্ষক-শিক্ষিকাদের সমন্বিত প্রচেষ্টায় বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও শিক্ষার গুণগতমান উত্তোরত্তোর বৃদ্ধি পাচ্ছে।